রাঙ্গামাটিতে আনসার ভিডিপি সমাবেশ

NewsDetails_01

রাঙ্গামাটিতে আনসার ভিডিপি সমাবেশ
রাঙ্গামাটি সদর উপজেলা আনসার ভিডিপি সমাবেশ আজ সোমবার ক্ষুদ্র নৃ গোষ্ঠী মিলনায়তনে কোতয়ালী থানার ওসি মীর জাহেদুল ইসলাম রনির সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুমনী আক্তার। এসময় জেলা আনসার ও ভিডিপি,র সার্কেল এ্যাডজুটেন্ট মোঃ মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি মোঃ সুমনী আক্তার বলেন, আনসার সদস্য নির্বাচন তথা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরা দেশের একটি গুরুত্বপুর্ণ অংশ। সামনে জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো সুনাম ও নিষ্টার সাথে এ বাহিনী কাজ করে যাবে। তিনি আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন,একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। এ নির্বাচনে আপনারা দায়িত্ব ও কর্তব্যের সাথে নিরক্ষেতা বজায় রেখে কাজ করে যাবেন।
সমাবেশে ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। পরে কর্মক্ষেত্রে ভালো কাজে স্বীকৃতির স্বরূপ আনসার সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, ছাতা, বলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন