রাঙ্গামাটিতে ইউপি সদস্য খুনের ঘটনায় খাগড়াছড়িতে মানববন্ধন

NewsDetails_01

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সরকারি দফতরে ঢুকে ইউপি সদস্য সমর বিকাশ চাকমাকে খুনের ঘটনায় খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙ্গালী কেউ এখন নিরাপদ নয়। আঞ্চলিক সংগঠনগুলো একের পর এক খুন, অপহরণ ও চাঁদাবাজি করে গেলেও আইনগত ভাবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। অবিলম্বে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করার দাবি জানানো হয়।

NewsDetails_03

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গতকাল দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প কর্মকর্তার কক্ষে বৈঠক করার সময় সন্ত্রাসীর গুলিতে নিহত হয় স্থানীয় ইউপি সদস্য সমর বিকাশ চাকমা। নিহত সমর বিকাশ চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা সমর্থিত দলের সমর্থক ছিল। এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপকে দায়ি করছে সংগঠনটি।

আরও পড়ুন