রাঙ্গামাটিতে জনস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন

NewsDetails_01

রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন শুরু হয়েছে। আজ সোমবার সদর উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি( জাইকা) সহায়তায় এর বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য, স্যনিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ বিষয়ক উপজেলা কমিটি।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতা চাকমার সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা, সুমনী আক্তার।
নিরাপদ পানির ব্যবহার, স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা, পানির উৎসের ব্যবহার ও রক্ষনাবেক্ষনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়দের মাঝে প্রশিক্ষন প্রদান করা হবে।

আরও পড়ুন