রাঙ্গামাটিতে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা

NewsDetails_01

রাঙ্গামাটি সদরে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির সদর উপজেলার ভোট গ্রহন কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা আজ রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। ঢাকা নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় ও সদর উপজেলা প্রশাসেনর সহযোগিতায় সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।
ভোট গ্রহনকারী কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেছেন, সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করবেন। যার কারনে একটি সুষ্ট ও অবাধ নির্বাচন আমরা দেশবাসিকে উপহার দিতে পারি।
কর্মশালায় রাঙ্গামাটি সদর উপজেলার ৩৬টি কেন্দ্রের ১৯২টি বুথের ২৪০জন প্রিসাইডিং-সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪০৩ জন পোলিং কর্মকর্তা অংশ নেন।

আরও পড়ুন