রাঙ্গামাটিতে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

NewsDetails_01

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে রাঙ্গামাটির বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯জুলাই) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলা সমাজসেবা কার্যালযের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক প্রদান করেন।এ সময় রাঙ্গামাটি সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অঃদাঃ) রূপনা চাকমা, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার ২২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ৩৩লক্ষ ২৪হাজার এবং ১৩জন রোগীদের মাঝে ৬লক্ষ ৫০হাজার সর্বমোট ৩৯লক্ষ ৭৪হাজার টাকার চেক বিতরণ করে অতিথিরা।

আরও পড়ুন