রাঙ্গামাটিতে সরকারি জমি দখলকারীদের উচ্ছেদ করলেন ইউএনও

NewsDetails_01

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের জমি দখলদারদের উচ্ছেদ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার
রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের জমি দখলদারদের উচ্ছেদ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অভ্যন্থরে সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার অভ্যন্থরে সরকারি জমি দীর্ঘদিন ধরে জমি দখল করে বসতবাড়ি নির্মান করে একটি পরিবার। এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও পরিবারটি তাদের স্থাপনা সরিয়ে নেননি। তার ফলে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবীর সোহাগ দখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় কোতয়ালী থানার এসআই আনোয়ার কামাল হারুন সদর উপজেলা ভুমি অফিসের সারর্ভেয়ার শরিফ, রিপনসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবীর সোহাগ জানান, উপজেলা পরিষদের অভ্যন্থরে একটি পরিবার অবৈধভাবে সরকারি জমি দখল করে বসতবাড়ি নির্মান করেছিল। এদেরেকে ১০দিন পুর্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা তাদের স্থাপনা সরিয়ে নেননি। তাই আমরা এ উচ্ছেদ অভিযান চালিয়েছি।

আরও পড়ুন