রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৪৮ ঘন্টার অবরোধ

NewsDetails_01

সড়ক অবরোধ (ফাইল ছবি)
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে ৪৮ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। বাঘাইছড়ির বাবু পাড়ায় বসু চাকমাকে খুনের মামলা প্রত্যাহারের দাবীতে তারা এ অবরোধের ডাক দেয়।
আজ বুধবার সকাল থেকে অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলায় সড়ক ও নৌপথে সকল যানবাহন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলা হলেও বাজার বর্জনের কারণে কোন পাহাড়ী বিক্রেতা আসেনি। আইন শৃংখলা রক্ষায় উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।
বাঘাইছড়ি থানার ওসি এম এ মঞ্জুর হক জানান,উপজেলায় সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিজিবি ও পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে, যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বাঘাইছড়ির বাবু পাড়ায় বসু চাকমাকে খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে জনসংহতি সমিতির ২৭ জন সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবীতে জনসংহতি সমিতি বুধবার থেকে ৪৮ ঘন্টার এ অবরোধের ডাক দেয়।

আরও পড়ুন