রাঙ্গামাটির ১০ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের গেজেট প্রকাশ

NewsDetails_01

রাঙ্গামাটি জেলার ১০ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের গেজেট প্রকাশ করা হয়েছে। ৪ এপ্রিল তাদের বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শপথ গ্রহণের তারিখ ও স্থান নির্ধারণ করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। বিধান রয়েছে গেজেট প্রকাশের একমাসের মধ্যে শপথ করাতে হবে। গত ১৮ মার্চ এ জেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলার ১০ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা হচ্ছেন সদর : চেয়ারম্যান শহীদুজ্জমান মহসীন রোমান (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। নানিয়ারচর : চেয়ারম্যান প্রগতি চাকমা (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। লংগদু : চেয়ারম্যান আব্দুল বারেক সরকার (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম। রাজস্থলী : চেয়ারম্যান উবাচ মারমা (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান অংনু চিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা। কাউখালী : চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান অং প্রু মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাউ মারমা। জুরাছড়ি : চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান রিটন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা। বিলাইছড়ি : চেয়ারম্যান বিরোত্তম তংচঙ্গ্যা (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান রবিন তংচঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। বরকল : চেয়ারম্যান বিধান চাকমা (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। বাঘাইছড়ি : চেয়ারম্যান সুদর্শন চাকমা (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা। কাপ্তাই : চেয়ারম্যান মফিজুল হক (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন। তবে গেজেটে কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন