রাজধানীর রবীন্দ্র সরোবর পরিষ্কারে নামলেন দ্যা ইয়াং বম এসোসিয়েশন

NewsDetails_01

‘পরিচ্ছন্নতা শুরু হোক নিজ থেকে’ এই স্লোগানকে সামনে রেখে দ্যা ইয়াং বম এসোসিয়েশন (ওয়াইবিএ) কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয় রাজধানী ঢাকার ধানমণ্ডি লেক এলাকায়।

সংগঠনটির সূত্রে জানা যায়,আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলার ঢাকাস্থ অর্ধ শতাধিক বম তরুন-তরুণীরা ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।

NewsDetails_03

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানের ২য় পর্বে ইয়াং বম এসোসিয়েশনের সভাপতি ভানতলির বম এর সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা। আরো উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী,পার্বত্য সচিবের পিএস রাজীব সিদ্দিকী প্রমুখ।

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলার আদিবাসী সম্প্রদায়ের কোন সংগঠন এই প্রথম রাজধানী ঢাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচী গ্রহন করেন।

আরও পড়ুন