রাজস্থলীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

NewsDetails_01

রাজস্থলীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রার একাংশ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা হরিমন্দিরে জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও জাগো হিন্দু পরিষদ, রাজস্থলী সদর শাখা সহযোগিতায় সনাতন ধর্মাবলম্ভীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে আজ রবিবার সকালে বাজার হরিমন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাজস্থলী কলেজ সড়ক হয়ে উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গন গিয়ে ধর্মীয় আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল কান্তি শর্ম্মা, দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ লিটন বণিক, রাজস্থলী হরিমন্দির পৌরহিত দীলিপ চক্রবর্তী, দীলিপ দাশ, ধনরাম কর্মকার, শিমুল দাশ, পলাশ দাশ প্রমুখ।
এদিকে বিকাল ৩ ঘটিকার সময় পরমশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটি ও নব উদ্যোগ কমিটির উদ্যোগে মন্দিরের সামনে থেকে এক মঙ্গল শোভাযাত্রা বেড় হয়। শোভাযাত্রাটি সিনেমা হল, আবাসিক হিন্দু পাড়া হয়ে বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে এক ধর্মীয় সম্মেলনে মিলিত হয়। শোভাযাত্রায় ছাগলখাইয়া শ্রী শ্রী কৃষ্ণ মন্দির উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ফনিন্দ্র লাল দত্ত, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলক চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, অরুন সেন, অমরনাথ চৌধুরী, সুজিত কর, হারাধন দাশ, নয়ন চৌধুরী, শিমুল দাশ, রিটন দত্ত, পাবেল দে, প্রবীর দত্ত প্রমুখ।

আরও পড়ুন