রাজস্থলীতে ৮ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

NewsDetails_01

রাঙামাটির রাজস্থলীতে ৮ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে পাচারকাজে জড়িত ১টি পিক আপও।

NewsDetails_03

শনিবার (২৮মে) রাত ৯টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন এর ধলিয়া পাড়ায় অভিযানে এসব কাঠ জব্দ করে কাপ্তাই সেনা জোন অটল ৫৬ বেঙ্গলের বাঙালহালিয়া ক্যাম্প ও রাজস্থলী ক্যাম্পের সেনা সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের দায়িত্বরত ষ্টেশন অফিসার কামাল উদ্দিন বলেন, কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধীন বাঙালহালিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে শনিবার রাত ৯ টায় এ অভিযান চালানো হয়। এসময় রাতের আঁধারে পাচারের সময় ১টি পিকআপ ভর্তি বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

আরও পড়ুন