রাজস্থলীর দুই ইউনিয়নে ভ্রাম্যমান তথ্য চিত্র প্রদর্শন

NewsDetails_01

রাজস্থলী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমান তথ্য চিত্র প্রদর্শনের একাংশ
সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের পরিকল্পনায় সমগ্র বাংলাদেশের ৪ হাজার ৫৫৪টি ইউনিয়নের ন্যায় “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক ভ্রাম্যমান তথ্য চিত্রের প্রদর্শনীর আয়োজনের ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়ন সংলগ্ন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে প্রধানমন্ত্রী এমন ১০টি উদ্যোগকে সফলতার ভিডিও চিত্রের মাধ্যমে প্রচার করেন।
এসময় উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা দূনীতি দমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শামসুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারাধন কর্মকার, গাইন্দ্যা বাজার পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, আনসার ভিডিপির কোম্পানী কমান্ডার আবদুল আউয়াল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহলা মারমা, পিসি আবদুল জলিল মোলড়, জলিল সানাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আনসার ভিডিপির ৬টি প্লাটুনের সদস্য, এলাকার বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের টিম ম্যানেজার মোঃ আবু একরাম, অপারেটর ইমরান।
ভিডিও প্রদর্শনীতে একটি বাড়ী একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কার্যক্রম সমূহ সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হিসেবে চিহ্নিত করেছেন সরকার।

আরও পড়ুন