রাজার সনদ বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন

NewsDetails_01

রাজার সনদ বাতিল ঘোষনায় প্রজ্ঞাপন জারীর দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ নামে পাহাড়ের দুটি সংগঠন ।
বৃহস্পতিবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমান । এসময় বক্তারা বলেন, বিজিবি বান্দরবানের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। কিছু কুচক্রী মহল বান্দরবান থেকে ক্যাম্প সরানোর জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসময় তারা বিজিবিকে সরানোর জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবীসহ বান্দরবানের বোমাং রাজার কর্তৃক স্থায়ী বাসিন্দার সনদ বাতিলের দাবি জানান তারা।

আরও পড়ুন