রামগড়ের শফি কোম্পানি মার্কেটের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

NewsDetails_01

সারা দেশের বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় খাগড়াছড়ির রামগড়ে ৫ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রাত আটটার পর পৌর শহরের রামগড় বাজারে শফি কোম্পানি মার্কেটের ৫টা কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।

NewsDetails_03

এসময় সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন,বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে রামগড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আইন অমান্য করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।

এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিনি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করতে বাজার ব্যাবসায়ীদের প্রতি আহবান জানান।

আরও পড়ুন