রামগড়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩টি বসতঘর

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

আজ সোমবার (২৯শে মার্চ) রাত আটটায় রামগড় পৌরসভার এক নং ওয়ার্ডের শ্বশানটিলা
এলাকার আব্দুল কুদ্দুসের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আব্দুল কুদ্দুসের তিনটি বসতঘর সম্পূর্ন ভস্মীভূত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

NewsDetails_03

আব্দুল কুদ্দস জানান,অগ্নিকাণ্ডে তাদের প্রায় পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোঃ কাউসার জানান, বাড়ীর মালিক বয়োবৃদ্ধ আব্দুল কুদ্দুস নামাজ পড়ছিলেন, অন্য সদস্যরা পার্শ্বের গ্রামে দাওয়াত খেতে যায়,এমন সময় তাদের শোয়ার ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। পরে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরনে আগুন ছড়িয়ে পড়ে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

রামগড় ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানান,অগ্নিকাণ্ডে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্হলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন