রামগড়ে যাত্রিবাহী বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে উপজেলার রামগড় -খাগড়াছড়ি সড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র রেম্রাচাই মারমা নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার বেলা তিনটায় এক সহপাঠী সহ তারই এক শিক্ষকের সাথে দেখা করতে যাওয়ার সময় রামগড় বাজারের উপকন্ঠে হিলভিউ দোকানের সামনে ফেনী থেকে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন(চট্টমেট্রো ব-১৪-১৪৩১) পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

NewsDetails_03

স্হানীয় লোকজন সাথে সাথে রেম্রাচাই কে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরন করেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রেম্রাচাই মারমা রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়ার মংসানাই মার্মার সন্তান।

স্হানীয় কাউন্সিলর মোঃ কাশেম জানান, স্কুল ও জনবহুল বাজার এলাকায় ধীরগতিতে গাড়ী চালানোর কথা থাকলেও কতিপয় চালক নিয়মনীতির তোয়াক্কা না করে বেপোরোয়া গাড়ী চালানোর ফলে দুর্ঘটনা ঘটছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুজ্জামান জানান দুর্ঘটনায় রামগড় সরকারি স্কুলের ছাত্রের মৃত্যুর কথা শুনেছেন,তবে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে আইন-আনুক ব্যবস্হা নেওয়া হবে।

আরও পড়ুন