রামগড়ে শীতার্ত গরীব-দুস্থদের চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের শীতবস্ত্র বিতরণ

NewsDetails_01

খাগড়ছড়ির রামগড় রামকৃষ্ণ সেবাশ্রমে শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা একটায় রামগড় পৌরসভার সুখেন রায় পাড়া রামকৃষ্ণ মিশনে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী আনন্দ মহারাজ।
শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে একশত কম্বল বিতরণ শেষে শক্তিনাথানন্দজী মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন সবসময় আত্মমানবতার সেবায় গরীব দুস্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তবানদের আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি তাপস হোড়, খাগড়াছড়ি মিশনের সহ-সভাপতি সমর কৃষ্ণ চক্রবর্তী ও সম্পাদক অজয় ত্রিপুরা, রামগড় রামকৃষ্ণ মিশনের সভাপতি রামেশ্বর শীল,বিশিষ্ট ধর্মানুরাগী তপন কুমার দত্ত, অজয় কানুনগো ও ঋষিকেশ শীল প্রমুখ।

আরও পড়ুন