রুমায় গালেঙ্গ্যা ইউনিয়নে কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ

NewsDetails_01

রুমায় গালেঙ্গ্যা ইউনিয়নে কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ
বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম গালেঙ্গ্যা ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল ও স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে। “যতটুকু পারি প্রয়োজন মিটায়” এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মানবতায় উদীয়মান এক দল যুবকদের উদ্যোগে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন।
আজ শুক্রবার সকালে গালেঙ্গ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উচমং মারমা জানান চট্টগ্রামের জসীম উদ্দিন, সাজ্জাদ, বাপ্পি ও ওয়াসিম হাসানসহ ১৪জনের উদীয়মান যুবক দল নিজেদের উদ্যোগে স্কুলের ছেলে মেয়েদের কাপড়সহ কম্বল নিয়ে এসেছিলেন। এসব কম্বল ও স্কুল সামগ্রী ১২-১৩টি পাড়ার দু:স্থ ও অপেক্ষাকৃত গরীবদের মাঝে বিতরণ করেছেন। এসব মানবতার কাজটি সত্যি প্রসংশানীয় এবং কাজটি দেখে ব্যক্তিগতভাবে উৎসাহিত হয়েছে বলে জানালেন তিনি।
দু:স্থদের বিতরণকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে শীত নিবারণের ২৫০টি কম্বল,৪২০জনের গরীব শিক্ষার্থীদের ইউনিফর্ম সেলাইয়ের জন্য থ্রি পিচ কাপড়সহ স্কুল সামগ্রী ও বয়স্কদের পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন