রুমায় দুই ভাই খুনের মামলায় ১৪ জন গ্রেফতার

NewsDetails_01

বান্দরবানে রুমা উপজেলার গত ৩০শে জুন দূর্গম হ্লাচিং পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ও এলাকায় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে ক্যসিং থোয়াই মার্মা(৩০), থোয়াই বাই অং মার্মা(৩৬) দুই আপন ভাই কে পিটিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনায় ক্যসিং থোয়াই এর স্ত্রী মেথেচিং মার্মা ২ জুলাই রুমা থানায় একটি খুনের মামলা দায়ের করে, এরপর আসামীদের ধরতে মাঠে নামে পুলিশ, আর পুলিশের অভিযানে একে একে গ্রেফতার করা হয় ১৬জনকে।

NewsDetails_03

পুলিশ সূত্রে জানা গেছে, রুমা থানায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে জেলা পুলিশ সুপার জেরিন আখতার এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরওয়ার এর দিক নির্দেশনায় রুমা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলাল উদ্দিন, এস আই মোঃ আব্দুল্লাহ আল বাকী, এস আই মোঃ আব্দুল আজিজ, এ এস আই এ্যাপোলো চাকমা, সঙ্গীয় ফোর্সসহ দূর্গম ও বন্ধুর পাহাড়ি পথে সু-কৌশলে অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর ও স্পর্শকাতর ডাবল মার্ডার ঘটনায় জড়িত আসামি শৈইসিং থোয়াই মার্মা(২৩), শৈনুমং মার্মা (২০), মংনু মার্মা(৪১), ক্যনুচিং মার্মা(২৯), থোয়াই সা মার্মা(৪৫),মংহাই মার্মা(৫৫),উচিমং মার্মা(৫০), থুসেই মার্মা(৩৫), মংবাচিং মার্মা(৫৫), ফিঞোচিং মার্মা(২৩), বাসিংউ মার্মা(২৮), উক্যহ্লা মার্মা(৩৫), ইউনুংচিং মার্মা(১৯) ও মেলিপ্রু মার্মা(১৮) কে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে আসামিরা ঘটনার কথা স্বীকার করে ও লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়।

জেলার পুলিশ সুপার জেরিন আক্তার জানান, আসামীদের আদালতে সোপর্দ করার জন্য আজ শুক্রবার (৩জুলাই) পাঠানো হয়েছে।

আরও পড়ুন