রুমায় ফের পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথবাহিনী

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় মাত্র ৪ দিনের ব্যবধানে ফের পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা জোন (২৭ ইবি) সদর হতে লেফটেন্যান্ট মোঃ তানজিমুল ইসলাম এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি স্পেশাল টহল দল জেলার রুমার তংগ্রী পাড়া ও শৈরাতাং পাড়া এলাকায় অভিযান চালায় এবং ১ একর জমি উপর করা ৩টি পপি ক্ষেত গাছ ধ্বংস ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি পের পেয়ে পপি চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

NewsDetails_03

রুমার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর (পিএস সি) জানান,পপি চাষ রুখতে আর্মি, আনসার ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গত ২৮ জানুয়ারি জেলার রুমা উপজেলার ম্রোক্ষিয়াং ঝিড়ি এলাকায় ৫ একর পপি ক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী। এই ঘটনায় পেইন খুমি নামের এক পপি চাষীকে আটক করে।

প্রসঙ্গত,বান্দরবানের রুমা, থানচি ও আলীকদম উপজেলার বিভিন্ন দূর্গম এলাকায় সীমান্ত অরক্ষিত থাকার কারনে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠি পপি চাষ করে থাকে। আর পপি থেকে মাদক আফিম তৈরী করে বিভিন্ন দেশে পাচার করে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন