রোয়াংছড়িতে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে মাইকিং

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশংকায় ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চহ্লামং মারমার উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকার গিয়ে সতর্ক করতে মাইকিং করা হয়েছে।

জানা গেছে, কয়েকদিন ধরে অতি বৃষ্টি বর্ষণের ফলে পাহাড়ের বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। অন্যথায় প্রাকৃতিক দুর্যোগের দুর্ঘটনায় কবলিত পড়তে পারে বলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাতে সর্তক থাকতে মাইকিং করা হচ্ছে। এসময় দুর্গম এলাকার পাহাড়ি ধসে রাস্তা ঘাট ও বসতবাড়ির ঝুঁকির আশংকা দেখা দিলে তাৎক্ষনিকভাবে সরে আসার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে মাইকিং করেন রোয়াংছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটি এর সদস্য উমংনু মারমা, রোয়াংছড়ি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মটিংওয়াই মারমা, অংসিংউ মারমা, জীবন তঞ্চঙ্গ্যা, রিতা তঞ্চঙ্গ্যাসহ অনেকে।

রোয়াংছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য উমংনু মারমা বলেন, অতি বৃষ্টির প্রভাবে যে সব পাড়াতে বসতবাড়ির ঘর ঝুঁকিপূর্ণ থাকলে তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনের দুর্যোগ কমিটির ঘোষিত পাড়া কেন্দ্র, রোয়াংছড়ি কলেজ, সরকারি প্রাইমারি স্কুল,বৌদ্ধ মন্দিরসহ চিহ্নিত আশ্রয় কেন্দ্র যেতে বলা হয়েছে।

আরও পড়ুন