রোয়াংছড়িতে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা রোগী

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় করোনা ভাইরাসের আক্রান্ত রোগী চিংম্রানু মারমা চিকিৎসার শেষে ৮ দিন পর সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলেন ।

জানা যায়, আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিংম্রানু মারমাকে ফুলের তোড়া প্রদানের মাধ্যমে সুস্থ হওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।

NewsDetails_03

রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, চিংম্রানু মারমা করোনা ভাইরাসের সনাক্ত হওয়ার পর চিকিৎসা করার জন্যে রোগীকে আইসোলেশনে রাখেন। তখন থেকে যা যা নিত্য প্রয়োজনীয় সামগ্রী আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। ফলে রোগীদের খাওয়ার ব্যাপারে কোন সমস্যা হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু বলেন, করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় আজ তাকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান বলেন, রোয়াংছড়িতে একজন মহিলা করোনা ভাইরাসের সনাক্ত পাওয়ার পর থেকে দ্রত চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার শেষে আজ সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরে গেছে।

আরও পড়ুন