রোয়াংছড়িতে ১০ টাকা মূল্যের চাল বিতরণ

NewsDetails_01

রোয়াংছড়িতে চাল বিতরণ
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্তৃক আয়োজিত রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও আলেক্ষ্যংসহ দুই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত স্বল্পমূল্যে হত দরিদ্র কার্ডধারীদের মাঝে ১০টাকা মূল্যের চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা। আজ রোববার সকাল ১০টা রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,স্থানীয় সংবাদ প্রতিনিধি সাথোয়াইঅং মারমা,উপজেলা খাদ্য পরিদর্শক মো: শহীদুল করিম প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা বলেন, বর্তমান সরকার সারা দেশের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় হত দরিদ্রদের ১০টাকা হারে সুলভমূল্যের খাদ্য শস্য বিতরণ করছে। খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় গরীব দু:খের মানুষের সুবিধা পাচ্ছে। সকল সুবিধাভোগীদের রবিবার,সোমবার ও মঙ্গলবার সপ্তাহের ৩দিন চাল বিতরণ করা হবে।
এসময় রোয়াংছড়ি খাদ্য অধিদপ্তরের খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা,ডিলার জয়ন্ত তঞ্চঙ্গ্যা,ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুকুমার সেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন