রোয়াংছড়িতে ১ হাজার প্রান্তিক কৃষক পেল কৃষি উপকরণ

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যোগে ৪টি ইউনিয়নে মৌসুমে আউস আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও ১ হাজার জন প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিনামূল্যে ধান বীজ ৫ কেজি, রাসায়নিক সার (ডিএপি) ২০ কেজি ও (এমপিও) ১০ কেজি করে কৃষি উপকরণ উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গনে বিতরণ করা হয়।

এদিকে পৃথকভাবে নোয়াপতং ইউনিয়ন পরিষদে প্রাঙ্গনে ৩শ জন প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিনামূল্যে উপকরণ প্রদান করা হয়।

NewsDetails_03

আজ বুধবার (২৭ এপ্রিল ২০২২) উপজেলা কৃষি অফিসের কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, রোয়াংছড়ি সদর ইউনিয়নে ১নং ওয়ার্ড ইউপি মেম্বার অংশৈচিং মারমা। এছাড়া নোয়াপতং ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান চনুমং মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অতিরিক্ত কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দেওয়ানজী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা উবাচিং মারমা, ওয়ে ওয়ে প্রু মারমা প্রমুখ।

আরও পড়ুন