রোয়াংছড়িতে ৪ কোটি ৩০লক্ষ টাকার আফিমসহ গ্রামপ্রধান আটক

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে কচ্ছপতলি এলাকায় অভিযান চালিয়ে ৪কোটি ৩০লক্ষ টাকার আফিমসহ প্রুথোয়াই মারমা (৭০) নামে একজনকে আটক করেছে র‌্যাব ৭। উদ্ধার করা আফিমের ওজন প্রায় ৪ কেজি ৩০০গ্রাম।

রবিবার (২২ আগস্ট) উপজেলার কচ্ছপতলি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আফিমসহ তাকে আটক করে র‌্যাব।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচ্ছপতলি পাড়ার বাসিন্দা মৃত পাইশৈ মারমা ছেলে প্রুথোয়াই মারমা দীর্ঘদিন ধরে কবিরাজির নামে আফিম ব্যবসা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর উপ পরিচালক মেজর নাসিরের নেতৃত্বে কচ্ছপতলি এলাকায় তার বাসায় অভিযান চালায়। অভিযানে সকাল ৫টার দিকে ৪ কেজি ৩০০গ্রাম আফিমসহ কারবারী প্রুথোয়াই মারমাকে আটক করেন। আটকের পরে র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য আইনের প্রুথোয়াই মারমার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করেছে।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবির বলেন, রোয়াংছড়িতে কচ্ছপতলি এলাকার র‌্যাব অভিযান চালিয়ে কথিত আফিমসহ এক কারবারিকে আটক করে থানায় মামলা দায়ের করেছে । উদ্ধারকৃত আলামত ও আসামিকে হস্তান্তর করেছে র‌্যাব।

আরও পড়ুন