লংগদুতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কাল ঢাকায় প্রতিবাদ সমাবেশ

NewsDetails_01

রাঙামাটির লংগদুতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কাল ঢাকায় নাগরিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হচ্ছে। রোববার সকাল ১১টায় দেশের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাঙামাটি জেলার লংগদুতে পাহাড়ী গ্রামে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ এর প্রতিবাদে নাগরিক প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ( নৃবিজ্ঞান বিভাগ) জোবাইদা নাসরিন কণা জানান, উক্ত নাগরিক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ার এ্যাডভোকেট সুলতানা কামাল, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য উষাতন তালুকদার এমপি ও টিপু সুলতান এমপি, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, নারী নেত্রী খুশী কবীর, সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারিক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ, নাট্যকার মামুনুর রশীদ, মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মেজবাহ কামাল, মানবাধিকার কর্মী নুমান আহম্মেদ খান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

আরও পড়ুন