লক ডাউনে রমরমা বাণিজ্য রোয়াংছড়িতে !

NewsDetails_01

সারাদেশের ন্যায় কোভিড-১৯, দ্বিতীয় ধাপে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লক ডাউন অমান্য করে রমরমা বাণিজ্যে মেতেছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার এক শ্রেণির ব্যবসায়ি, আর তে বাদ সাধলেন প্রশাসন। লক ডাউনের প্রথম দিনে এক পথচারী অংচিং মারমা ও ৩ দোকান মালিকের জরিমানা করেছেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: আবদুল্ল্যাহ আল জাবেদ।

NewsDetails_03

আজ সোমবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা দিকে ভাতের হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানে অভিযান চালায়। এতে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালত রোয়াংছড়ি বাজারের চা দোকানের মালিক হারাধন রোদ্র (টিশান), নন্দলা হোটেল এর মালিক সঞ্চয় বড়ুয়া এবং মেসার্স বৈশাখী স্টোরের মালিক মিল্টন বড়ুয়াকে জরিমানা করা হয়।

এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কাঁচামাল দোকান, কৃষি পণ্য দোকান ও ওষুধের ফার্মেসি দোকান ছাড়া সব ধরণের দোকান বন্ধ থাকবে। লকডাউনের সময়ে প্রশাসন মাঠে থাকবে এবং আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন