লামায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই : ৫ লাখ টাকার ক্ষতি

NewsDetails_01

পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন
বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা এলাকার কলেজ গেইট পাড়ার ওমর ফারুকের টিনের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয় বলে বসতঘর মালিক দাবি করেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। খবর পেয়ে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ ঘরের এক কোনে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আাশপাশের লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘন্টা ব্যাপী আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে রক্ষিত নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লামা ইনচার্জ মোজাম্মেল হক জানান, বসতঘরটির অবস্থায় পাহাড়ের চুড়ায়, বিধায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিঘ্ন ঘটে।
আগুনে পুড়ে ওমর ফারুকের বসতঘর পুড়ে ছাই হওয়ার সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।

আরও পড়ুন