লামায় ইজিবাইক-টমটম খাদে পড়ে আহত ৫

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় ইজিবাইক-টমটম খাদে পড়ে শিশু, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ২টার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা ছয় মাইল নামক স্থানে লামামুখি টমটমটি সড়ক থেকে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হিন্দুরহাটস্থ মরিচ্যাপাড়ার মনজুর আলমের স্ত্রী মিঠু আক্তার (২৮) ও তাঁর আড়াই বছরের শিশুপুত্র মো. শাওন (৪), মনির হোসেনের স্ত্রী বেবী আক্তার (৩০) ও পুত্র পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ওমর ফারুক (১১), মোহাম্মদ আলীর কন্যা ও কক্সবাজার কমার্স কলেজের শিক্ষার্থী বিলকিস আক্তার (১৮)। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তন্মধ্যে শিশু শাওন ও বেবী আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দূর্ঘটনায় নারী শিশুসহ ৬ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন