লামায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক সেমিনার

NewsDetails_01

লামায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ ও উপকারভোগী
বান্দরবানের লামা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক সেমিনার অনুুষ্ঠিত হয়েছে। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী নয়াপাড়ায় আজ মঙ্গলবার দুপুরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কারিতাস চট্টগ্রাম অঞ্চলের এগ্রা ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা ডি.আর.আর এন্ড ওয়াশ কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর, উপজেলা সিল্ক কর্মকর্তা জুয়েল তালুকদার, সাংবাদিক মো. নুরুল করিম আরমান অতিথি ছিলেন।
সেমিনারে ইউনিয়নের তিন পাড়ার প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। শেষে উপস্থিত প্রতি পরিবারকে বিনামূল্যে একটি করে ফলদ গাছের চারা প্রদান করা হয়।

আরও পড়ুন