লামায় নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে সাফিয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধ নারী নিখোঁজ হযেছেন। বৃহস্পতিবার দুপুরে নদীর ছাগল খাইয়া খাটে গোসল করতে গেলে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। সাফিয়া বেগম পৌরসভা এলাকার ছাগল খাইয়া গ্রামের বাসিন্দা মৃত গোলাম হোসেনের স্ত্রী। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ সাফিয়া বেগম বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নদীর ছাগল খাইয়া নামক ঘাটে গোসল করতে যান। এ সময় নদীতে নামলে স্রোতের টানে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সাফিয়া বেগম। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা সাফিয়াকে উদ্ধার অভিযানে নামেন।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধ সাফিয়া বেগমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বৃদ্ধাকে উদ্ধারে কাজ অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন