লামায় নারী ও শিশু উন্নয়নে তথ্য অফিসের সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

NewsDetails_01

লামায় তথ্য অফিসের সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী
বান্দরবানের লামা উপজেলায় তথ্য অফিসের ব্যবস্থাপনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন হল মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা যৌতুক, বাল্য বিবাহ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য এবং শিশুর যথাযথ বিকাশ, স্যানিটেশন, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, শিক্ষা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ের ওপর সচেতনতামূলক বিস্তারিত ধারণা দেন। এতে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। শেষে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন