লামায় পাচারকালে চোলাই মদসহ ২ যুবক আটক

NewsDetails_01

লামায় পাচারকালে চোলাই মদসহ আটক দুই যুবক
বান্দরবানের লামা উপজেলা থেকে পাচারকালে ৪০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ ও বহনকারী মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা মৃত সাহাব মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (২৬) ও তেলনিয়া পাড়ার বাসিন্দা মো. আকরামের ছেলে মো. আমানুল্লাহ (২২)।
স্থানীয় সূত্র জানায়, আজিজনগর ইউনিয়ন সদরের হেডম্যানপাড়া থেকে চোলাই মদ পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে ক্যাম্প ইনচার্জ স্বপন সাহার নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল যোগে পাচারকালে মফিজ বাজার থেকে ৪০লিটার মদ, বহনকারী একটি মোটর সাইকেলসহ দুই জনকে আটক করে পুলিশ।
আজিজনগর ক্যাম্প ইনচার্জ স্বপন সাহা বলেন, আটকরা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে আটকদের লামা থানায় সোপর্দ করেছি।
চোলাই মদ ও মোটর সাইকেলসহ দুই পাচারকারীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন