লামায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের আওতায় বিভিন্ন গ্রেডের ওপর প্রথম ব্যাচের ৪০জন প্রশিক্ষণার্থীর মাঝে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মীতা খীসার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এ সময় ট্রেড প্রশিক্ষক বকুল মল্লিক, কামরুল নাহার বৃষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীন দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় এ প্রশিক্ষণের আয়োজন। তাই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বি করে গড়ে তোলার আহবান জানান তিনি। লামা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মীতা খীসা বলেন, নারীদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষন প্রকল্পের আওতায় প্রতি জেলা ও উপজেলায় দুঃস্থ, দরিদ্র ও স্বল্প শিক্ষিত মহিলাকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে মহিলা বিষয়ক অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় গত এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে’র ‘দর্জি বিজ্ঞান/সেলাই প্রশিক্ষণ’ ও ‘বিউটি ফিকেশন’ এ দুইটি ট্রেডে মোট চল্লিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে ২য় ব্যাচের প্রশিক্ষণ চলমান রয়েছে।

আরও পড়ুন