লামায় প্রশিক্ষণ শেষে সনদপত্র পেল ২৪ জন

NewsDetails_01

বান্দরবান জেলার লামা উপজেলায় কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম কর্ণফুলী মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ২৪ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে।

NewsDetails_03

আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে এ সনদ প্রদান করা হয়। বেকারত্ব দূরীকরণ ও আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষে গত এপ্রিল মাসে শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৌরসভা এলাকার মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬মাস ব্যাপী এ প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণ প্রদান করেন, কর্ণফুলী মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক সন্দীপ রোজিারিও।

এ উপলক্ষে কারিতাসের এরিয়া ম্যানেজার মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। এতে পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, মো, সাইফুদ্দিন, মোহাম্মদ রফিক, মো. কামাল উদ্দিন, মো. ইউছুফ, কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার, কারিতাসের শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অলোচনা শেষে সেলাই ও ইলেকট্রিক ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন