লামায় বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত

হাবিবুর সভাপতি,জাফর সাধারণ সম্পাদক

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সভাপতি ও ৩নং রিপুজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির বান্দরবান জেলার লামা উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে।

মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে এক মতবিনিময় সভা শেষে উপস্থিত ৬০জন প্রধান শিক্ষকের সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য পদেরা হলেন,সিনিয়র সহ-সভাপতি চাম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন ও বাইশপাড়ি সরকারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থোয়াইনু অং সাংগঠনিক সম্পাদক। আগামী এক সপ্তাহের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে এ আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

NewsDetails_03

গত বৃহস্পতিবার বিকালে প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রনজিত কুমার ভট্টাচার্য। কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা সভাপতি আমির হোসেন নয়ন প্রধান বক্তা ছিলেন।

এতে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এস.এম দিদারুল আলম চৌধুরী, সহ-সভাপতি সেলিনা আকতার, ফরিদ উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মল্লিকা বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠুন ভট্টাচার্য, সহ সাংগঠনিক সম্পাদক ক্যশপ সরকার অপু, সহ-অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সহ সম্পাদক লিটন চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মং মার্মা, চট্টগ্রাম জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, লোহাগাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রনজিত কুমার ভট্টাচার্য বলেন, নব নির্বাচিত আংশিক কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক অনুমোদনের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরাবরে প্রেরণের শর্তে এ আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা আগামী তিন বছর সমিতির দায়িত্ব পালন করবেন বলেও জানান রনজিত কুমার ভট্টাচার্য। শেষে প্রধান শিক্ষক সমিতির আদর্শে উজ্জীবীত হয়ে ১০ম গ্রেড ও গেজেটেড মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন নবনির্বাচিত নেতৃবৃন্দরা।

আরও পড়ুন