লামায় ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন বিষয়ক প্রশিক্ষণ

NewsDetails_01

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় ভূমি সংক্রান্ত জটিলতা, জটিলতা নিরসন প্রক্রিয়া এবং ভূমি সংক্রান্ত আইন বিষয়ের ওপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ রবিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় ।

NewsDetails_03

স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়।

সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, কানুনগো সেলিম মিয়া ও সার্ভেয়ার তনক চাকমা প্রশিক্ষণে ভূমি সংক্রান্ত জটিলতা, নিরসন প্রক্রিয়া ও আইন বিষয়ে বিস্তারিত ধারণা দেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের হেডম্যান, কারবারী ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন