লামায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির সভা

NewsDetails_01

চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি
লামায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির সভা
বান্দরবানের লামা উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শারাবান তহুরা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে উপজেলা নিবার্হী অফিসার নূর-এ-জান্নাত রুমি, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ছলিমুল হক চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহানারা আরজু বিশেষ অতিথি ছিলেন। সভায় উপজেলার সব কয়টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগন অংশ গ্রহন করেন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানেরগুলোর বিরাজমান সমস্যা, শিক্ষক সংকট, বাল্য বিয়ে রোধ, শিক্ষার মান উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয় এ সভায়। শেষে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের জমি ক্রয়ের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার। এরপর জাইকা‘র উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিজয়ী শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
সভায় বক্তারা বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হলে চলবে না। তার আগে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। তবেই সমাজ তথা দেশ এগিয়ে যাবে।

আরও পড়ুন