লামায় সুরসপ্তক সাংস্কৃতিক একাডেমির সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকী

NewsDetails_01

লামায় সুরসপ্তক সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ও ক্ষুধে শিল্পীদের সমবেত পরিবেশনার একাংশ
বান্দরবানের লামা উপজেলায় সুরসপ্তক সাংস্কৃতিক একাডেমির সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী বলেছেন, শুদ্ধ সাংস্কৃতির চর্চা শিশু-কিশোর ও যুব সমাজকে সুশৃংখল জীবন যাপনে সহায়ক ভুমিকা পালন করে। এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড চলমান থাকলে সুস্থ দেহ এবং সুন্দর মন-মানসিকতা সম্পন্ন প্রজন্ম তৈরী করা সহজ হয়। শনিবার দিবাগত রাতে স্থানীয় টাউন হল মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এসব কথা বলেন।
লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম প্রতিষ্ঠা বাষিকীর শুভ উদ্বোধন করেন। অতপর একাডেমির অধ্যক্ষ দীপলাল চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সহকারি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী, পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ বিশেষ অতিথি এবং প্রেসক্লাব সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিয়দর্শী বড়ুয়া সংবর্ধিত অতিথি ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন