লামায় ১৩ ব্যবসায়ী-পরিবহন চালককে জরিমানা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় ১৩ ব্যবসায়ী ও পরিবহন চালককে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি এ জরিমানা করেন। লাইসেন্স বিহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পন্য সামগ্রী বিক্রি এবং অবৈধ পার্কিং করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ৬ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১৪ হাজার ৫০০ টাকা, বিভিন্ন সড়কে অবৈধ পার্কিং করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোটরযান অধ্যাদেশ আইনে ৭ জন মোটরযান চালক ও টমটম চালককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানার আদেশ দেন তিনি। লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি ব্যবসায়ী ও পরিবহনকে জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন