লামায় ২ সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ও লামা সদর ইউনিয়নে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক রাম প্রসাদ দাশ ও সুজন ভৌমিকের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আদালত কর্তৃক সাজা প্রদানের পর থেকে আসামীরা পলাতক ছিলেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার লামা সদর ইউনিয়নের মেউলারচর এলাকা থেকে মো. নুরুচ্ছফার ছেলে কায়চার মিয়া (২০) প্রকাশ সাগরকে গ্রেফতার করে পুলিশ। ২০১৬ সালে জনতা ব্যাংকে চুরি করতে গিয়ে দারোয়ানের ওপর হামলার মামলায় কায়সার মিয়াকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত।
২০১৩সালের একটি চুরির মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক এক মাসের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত মো. জসিম উদ্দীন (৩৪) কে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। সে আজিজনগর ইউনিয়নের রোড পাড়ার বাসিন্দা মো. ইউনুছের ছেলে। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা দুই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বুধবার দুুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন