লামায় ৭ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী যারা

ইউপি নির্বাচন

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র স্বাক্ষরের পর মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে দপ্তর সম্পাদক ব্যরিস্ট্রা বিপ্লব বড়ুয়া স্ব স্ব প্রার্থীর দলীয়

NewsDetails_03

মনোনয়নের বার্তা প্রেরণ করেন। তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দল তাদেরকে মনোনয়ন দিয়েছেন। আমরা দলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করে যাব। দলীয় মনোনিত প্রার্থীরা হলেন- গজালিয়া ইউনিয়নে বাথোয়াইচিং মার্মা (উপজেলা আওয়ামী লীগের সভাপতি), লামা সদর ইউনিয়নে মিন্টু কুমার সেন (উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক), ফাঁসিয়াখালী ইউনিয়নে নূর হোসাইন (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি), সরই ইউনিয়নে ইদ্রিস কোম্পানী (উপজেলা আওয়াম লীগের কৃষি বিষয়ক সম্পাদক), আজিজনগর ইউনিয়নে মো. জসিম উদ্দিন (উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক), ফাইতং ইউনিয়নে মোহাম্মদ ওমর ফারুক (ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ও রুপসীপাড়া ই্উনিয়নে ছাচিংপ্রু মার্মা (উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক)।

প্রসঙ্গত, উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। দ্বিতীয় ধাপে ঘোষিত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন