লামায় ৮০ লিটার চোলাই মদসহ পিকআপ উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলা থেকে পাচারের সময় ৮০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ ভর্তি একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের কাটাপাহাড় নামক স্থান থেকে এসব উদ্ধার করা হয়। তবে মদ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, আজিজনগর থেকে মদ পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ ক্যাম্প সদস্যরা ইউনিয়নের কাটাপাহাড় এলাকায় অভিযান চালায়। অভিযানের টের পেয়ে পাচারকারীরা মদ ভর্তি পিকআপ গাড়ি (নং- চট্ট মেট্টো ন ১১-২৫৩১) ফেলে চলে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৮০ লিটার মদ ভর্তি পিকআপ গাড়িটি জব্দ করে লামা থানায় সোপর্দ করে। এর আগে সোমবার উপজেলা রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া থেকে ৪৪০ পিচ ইয়াবাসহ বেলাল হোসেন নামের এক চৌকিদার এবং ৪০ লিটার মদসহ ৪ নারীকে আটক করে পুলিশ।
৮০ লিটার মদসহ পিকআপ জব্দের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন