শিশু একাডেমীর উদ্দেগে শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা

NewsDetails_01

বান্দরবান শিশু একাডেমী মিলনায়তনে কুইজ প্রতিযোগিতায় অতিথিরা
বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরী শক্তিশালী করণের জন্য অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক কর্মসূচী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার আয়োজনে শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা ২০১৭ এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শিশু একাডেমীর মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দির সভাপতিত্বে এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রাণী বড়ুয়া,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল বড়ুয়া,ন্যাশনাল চিলন্ডেস টাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি ইয়াছিনুল হাকিম চৌধুরীসহ জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও প্রতিযোগিরা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন“ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক প্রতিভা বিকাশিত হওয়ার অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে। বক্তরা আরো বলেন, প্রতিয়োগিতা মাধ্যমে মেধাশক্তি মূল্যায়ন করা সম্ভব। আলোচনা সভা শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

আরও পড়ুন