শুক্রবার বান্দরবানে আসছেন বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশেসিং এমপি শুক্রবার সন্ধ্যায় নিজ শহর বান্দরবানে আসছেন।
পার্বত্য প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী পাহাড়বার্তাকে জানান,বান্দরবানে এসে তিনি শনিবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন। জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় সৌজন্য সাক্ষাত করতে পারেন বলে জানা গেছে। আগামী ৩০ অক্টোবর রোববার তিনি ঢাকার উদ্দ্যেশে বান্দরবান ত্যাগ করবেন। কেন্দ্রিয় আওয়ামীলীগের সদ্য ঘোষিত নতুন কমিঠিতে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’কে না রাখার কারনে বান্দরবানসহ অপর দুই পার্বত্য জেলার আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, বিএনপি’র কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটিতে তিন পার্বত্য জেলার ৭ নেতার ঠাঁই হলেও কেন্দ্রিয় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্নেলনে ঘোষিত নতুন কমিটিতে বান্দরবান,রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার কোন আওয়ামীলীগ নেতাকে স্থান না দেওয়ার কারনে পাহাড়ে এখন প্রশ্নের মুখে আওয়ামীলীগ।

আরও পড়ুন