সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়তে পারে

NewsDetails_01

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়তে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে আজ সোমবার দুপুরে প্রেসব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বৈঠকে সরকারি চাকরি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
মোহাম্মদ শফিউল আলম বলেন,‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়তে পারে, তবে এখনও চূড়ান্ত হয়নি। আমরা পারস্পরিক আলোচনা করছি, বাড়ানো হতে পারে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সভায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিসভার সদস্যরা।
দেশে বেকারত্বের হার বেড়ে যাওয়া, উচ্চশিক্ষার হার, শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট, গড় আয়ু বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন। দাবি আদায়ে কয়েকবার রাজপথেও নেমে এসেছিলেন তারা। এই দাবি সংসদেও উঠেছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর দাবি নাকচ করে দেয়া হয়। সূত্র-সময়টিভি

আরও পড়ুন