সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে : প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন, সরকার কৃষকদের সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আর এই সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রতিটি এলাকায় ভুট্টা মাড়াই মেশিন, পাওয়ার টিলার, পাওয়ার পাম্পসহ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। শনিবার সকাল ১০টায় পার্বত্য প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে এই মেশিন বিতরণ করা হয় ।এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) মোঃ আবদুল আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, পৌর আওয়ামীলীগে সভাপতি অমল কান্তি দাশ সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও কৃষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বান্দরবান সদর, আলীকদম, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি সমিতিকে মোট ৩০ টি ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই মেশিন বিতরণ করা হয় ।

আরও পড়ুন