সহায়তা পেলো থানচির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার

NewsDetails_01

বান্দরবানের থানচিতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত মাংপুং ম্রো কারবারী পাড়া পরিদর্শন ও সেখানের ক্ষতিগ্রস্তদের সহযোগীতা প্রদান করলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা।

মানবাধিকার কমিশন থানচি উপজেলা শাখার উদ্যোগের সহায়তা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ১৮ জানুয়ারী সকালে উপজেলা প্রেস ক্লাবের মিলনায়তনে ক্ষতিগ্রস্ত বয়ক হেডম্যান পাড়া প্রধানের ঘর মাংপু্য ম্রো এর সহধর্মীনি কাইত্লিং ম্রোকে নগদ ২ হাজার টাকা, চাল ২০ কেজি, ডাল ২ কেজি,তেল ২ কেজি, লবন ২ কেজি,পেঁয়াজ, রসুন, আলু, সবজি ইত্যাদি রশদ বিতরন করা হয়।

NewsDetails_03

বিতরনের সময় উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সাধারন সম্পাদক কবি উমংসিং মারমা, যুগ্ন সম্পাদক হিংমংপ্রু মারমা, সহ সাংগঠনিক সম্পাদক রেংহাই ম্রো, অংচিংহ্লা মারমা, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এছাড়াও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

গত ৩ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭ টা বয়ক হেডম্যান পাড়া প্রধান মাংপুং কারবাড়ী বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ডে পরিবারের সব পুরে ছাই হয়ে যায়। এর আগেই ৫ জানুয়ারী বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের জোনাল কমাল্ডিং অফিসার লে: কর্নেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম পিএসসি,৭ জানুয়ারী হেডম্যান কারবারী কল্যান পরিষদে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে ।

আরও পড়ুন