সেনা হত্যা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে : দীপংকর তালুকদার

NewsDetails_01

সেনা হত্যা নিঃসন্দেহে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে,অবৈধ অস্ত্রধারীদের হাতে রাঙামাটির রাজস্থলীতে সেনা সদস্য হত্যার নিন্দা জানিয়ে রাঙ্গামা‌টির সংসদ সদস্য দীপংকর তালুকদার একথা বলেন।

আজ বুধবার(২১ আগস্ট) রাঙ্গামা‌টিতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মি‌ছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার এ কথা বলেন।

‌তি‌নি সেনা সদস্য হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, অ‌বৈধ অস্ত্রধারীদের হাতে শুধু এখানকার সাধারণ জনগন নয়,রাষ্ট্রীয় সার্বভৌমত্বের গুরুত্বপুর্ণ দা‌য়িত্ব পালন করা সেনাবা‌হিনীও রক্ষা পাচ্ছেনা।

NewsDetails_03

তি‌নি বলেন, যারা ৭১ সা‌লে স্বাধীন রা‌ষ্ট্র বি‌নির্মা‌নে ‌বিরোধিতা করেছিল,তারা বা তাদের দোসররা এখনও পর্যন্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের ষড়যন্ত্রের বিষদাত থে‌কে পার্বত্য চট্টগ্রামও রেহায় পাচ্ছে না।

দীপংকর বলেন,আঞ্চলিক এক‌টি সংস্থার প‌ক্ষে কিছু বু‌দ্ধিজী‌বি আইন প্রনয়ন নি‌য়ে নানা বিভ্রা‌ন্তি ছড়া‌চ্ছে। তি‌নি তাদের উদ্দ্যেশে বলেন, জেনে বুঝে বলছেন না‌কি না জেনে এসব কথা বলছেন? একটা কথা মনে রাখবেন,আইন প্রনয়নের একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংস‌দ। এর বাইরে এসব বিভ্রা‌ন্তিমুলক কথা ছড়া‌নো ষড়য‌ন্ত্রের অংশ। এ বিষয়ে সবাই‌কে সতর্ক থাকতে হবে।

তি‌নি বক্তব্যে ২০০৪ সা‌লের ২১ শে আগস্ট গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে এর সা‌থে জ‌ড়িত বিএন‌পি জামায়াতের র‌থী মহারথীদের ক‌ঠোর শা‌স্তির দা‌বি জানান।

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্ব‌রের সঞ্চালনায় অন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি রুহুল আমিন, নি‌খিল কুমার চাকমা,সহ সাধারন সম্পাদক জ‌সিম উ‌দ্দিন বাবুল,পৌর আওয়ামী লীগ সভাপ‌তি মোঃ সোলায়মান, সাধারন সম্পাদক মনছুর আলী, যুবলীগ সভাপ‌তি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,স্বেচ্চা‌সেবক লীগের সভাপ‌তি সাওয়াল উদ্দীন, সদর উপ‌জেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহ‌সীন রোমান প্রমূখ উপ‌স্থিত ছিলেন।

আরও পড়ুন