স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের উপলক্ষে বান্দরবানে নানা কর্মসূচী

NewsDetails_01

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের উপলক্ষে বান্দরবানে র‌্যালি
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বান্দরবানে চলছে নানা কর্মসচুী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয় ।
সভায় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, জেলা তথ্য কর্মকর্তা মো: শরিফুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইতিমধ্যে নিম্ম আয়ের দেশ হতে নিম্ম মধ্যম আয়ের দেশে উত্তোরণে জাতিসংঘের নির্ধারিত শর্তাবলী অর্জন করেছে। নিম্ম আয়ের দেশ হতে নিম্ম মধ্যম আয়ের দেশে উত্তরণে স্বাধীনতার এই মাসে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচী চলমান থাকবে।
এদিকে আলোচনা সভার আগে জেলা প্রশাসকের প্রাঙ্গন হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুন